এস, এম মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৯২ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৬৩

এস, এম মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৯২ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৬৩

প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৯২ খ্রীষ্টাব্দে এলাকাবাসী শিক্ষার উন্নয়নের জন্য যশোর জেলা কেশবপুর উপজেলা ৭ নং পাঁজিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাগরদত্তকাটি গ্রামে প্রতিষ্ঠা করেন এস, এম মাধ্যমিক বিদ্যালয়। সাগরদত্তকাটি গ্রামের ইংরেজি বানানের প্রথম অক্ষর এস এবং পাশর্^বর্তী গ্রাম মনোহরনগর গ্রামের ইংরেজি বানানের প্রথম অক্ষর এম -এর সমন্বয়ে এস, এম মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। এলাকাবাসী শিক্ষার প্রসার ঘটানোর জন্য জমি, ধান, পাট, বাঁশ ও নগদ অর্থ দিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব এম এ হালিম পরিচালক, মনোজ-ধীরাজ একাডেমী, পাঁজিয়া, কেশবপুর, যশোর। হাজারো মানুষের স্মৃতির সাথে মিশে আছে এই সাগরদত্তকাটি মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয় যার সংক্ষিপ্ত নাম এস, এম মাধ্যমিক বিদ্যালয়।

Scroll to Top