এস, এম মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৯২ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৬৩

এস, এম মাধ্যমিক বিদ্যালয়

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৯২ খ্রি: ই আই আই এনঃ ১১৫৮৬৩

প্রধান শিক্ষকের বাণী

যশোর জেলার কেশবপুর উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাগরদত্তকাটি গ্রামে অবস্থিত এস, এম মাধ্যমিক বিদ্যালয়। সাগরদত্তকাটি গ্রামের ইংরেজি বানানের প্রথম অক্ষর এস এবং পাশর্^বর্তী গ্রাম মনোহরনগর গ্রামের ইংরেজি বানানের প্রথম অক্ষর এম -এর সমন্বয়ে এস, এম মাধ্যমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। পল্লী এলাকার এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ খ্রীষ্টাব্দে। বিবেকবান মানুষ গড়ার কারিগর হিসেবে মানবতার বিকাশ এবং দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, কর্মকুশল নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে চলছে। এই অগ্রগতির পিছনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ নিরলস ভাবে সময় দিয়ে যাচ্ছেন। শুভ কামনায় আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ঐতিহ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে এই প্রত্যাশা করি সকলের কাছে।

মোঃ আব্দুল হামিদ
প্রধান শিক্ষক
এস, এম মাধ্যমিক বিদ্যালয়
সাগরদত্তকাটি, কেশবপুর, যশোর।
মোবাইল নম্বর – ০১৭১৮৪৫১৪১৪

Scroll to Top